۲ آذر ۱۴۰۳ |۲۰ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 22, 2024
বাৎসরিক মহাফিল ও ইসলামিক শিক্ষামূলক প্রতিযোগিতা
বাৎসরিক মহাফিল ও ইসলামিক শিক্ষামূলক প্রতিযোগিতা

হাওজা / "নূরুলহুদা অ্যাসোসিয়েশন"এর পক্ষ থেকে বাৎসরিক একটি মহাফিল ও ইসলামিক শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

হাওজা নিউজ রিপোর্ট অনুযায়ী,

সালামুন আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ

সুধী

মোমিন-মোমেনা ও ছাত্র-ছাত্রীগণ আপনারা অবগত আছেন যে "নূরুলহুদা অ্যাসোসিয়েশন"এর পক্ষ থেকে বাৎসরিক একটি মহাফিল ও ইসলামিক শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।

এ বৎসরও আগামী ২৭ শে এপ্রিল ২০২৩ খ্রীঃ অনুযায়ী সেই মহান মহাফিল ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।

উক্ত মহাফিলে ও প্রতিযোগিতায় আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ এবং আপনাদের উপস্থিতি আমাদের একান্ত কাম্য।

পরীক্ষা দুইটি পর্যায়ে হইবে

-: প্রথম পর্যায়ের পরীক্ষার নিয়মাবলী :-

১}কোরআনের জ্যোতি ও আহলেবাইত (আঃ)- নামক পুস্তক থেকে প্রশ্ন করা হইবে {পৃষ্ঠা ৩৩-৪৯}

2}প্রশ্ন পত্রে ২৫ টি (M.C.Q)(✔️) Type-এর প্রশ্ন থাকিবে।

৩}পরীক্ষা চলাকালীন পরস্পরের সঙ্গে আলোচনা করা কঠোর ভাবে নিষিদ্ধ।

৪} প্রতিযোগির বয়স সীমা ১২-২৮ বৎসরের মধ্যে থাকতে হইবে।

৫}প্রথম পর্যায়ের পরীক্ষার্থীর মধ্য থেকে যাদের নম্বর ১৫ এর উর্ধে থাকিবে কেবল তাহারাই পরবর্তী পরীক্ষার জন্য নিযুক্ত হইবে।

স্থানঃ প্রত্যেক গ্রামের মাদ্রাসাতে পরীক্ষাটি অনুষ্ঠিত হইবে

তারিখঃ ১৬ই রমযানুল মোবারাক

-: দ্বিতীয় পরীক্ষার নিয়মাবলী :-

১}কোরআনের জ্যোতি ও আহলেবাইত (আঃ)- নামক পুস্তক থেকে প্রশ্ন করা হইবে { পৃষ্ঠা ২৬-৬০ }

২}প্রশ্ন পত্রে ৪০ টি (M.C.Q)(✔️) Type-এর প্রশ্ন থাকিবে।

৩}প্রতি ভুল উত্তরের জন্য ১ নম্বর করে বিয়োগ করা হইবে।

৪}পরীক্ষার সময় ৬০ মিনিট।

৫}পরীক্ষা ঠিক সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হইবে।

৬}পরীক্ষা চলাকালীন পরস্পরের সঙ্গে আলাপ করতে দেখা মাত্রই ২ জনেরই ৫ নম্বর বিয়োগ করা হইবে।

স্থানঃ মাসিয়া দক্ষিন পাড়া,(ইমামবাড়ি) বাদুড়িয়া, উত্তর ২৪ পরগণা,

তারিখঃ ২৭শে এপ্রিল ২০২৩ খ্রীঃ {বৃহস্পতিবার}

যোগাযোগ:- 9635013372, 7602716716, 6309698110

PDF সংগ্রহ করতে ও বিস্তারিত জানতে উপরে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।

পরিচালনায়ঃ-নূরুলহুদা অ্যাসোসিয়েশন{ছাত্র বৃন্দ নাজাফী হাউস,পশ্চিমবঙ্গ}

تبصرہ ارسال

You are replying to: .